গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে । আগামী মে ও জুন মাসে তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো নিজ একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তুতি নেবে।
আবেদনের যোগ্যতাঃ
২০১৯ ও ২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদাভাবে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
A ইউনিট – বিজ্ঞান
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.০০ থাকতে হবে। সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত
হবে।
B ইউনিট – মানবিক
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.০০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
C ইউনিট – ব্যবসায় শিক্ষা
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
জিএসটি (GST) ভর্তি পরীক্ষার সময়সূচি
গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হয়ে ১.০০ টায় শেষ হবে । আগামী মে ও জুন মাসে তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক (এ) ইউনিট – (বিজ্ঞান)- ০৩ জুন ২০২৩
খ (বি) ইউনিট- (মানবিক)- ২৭ মে ২০২৩
গ (সি) ইউনিট- (ব্যবসায় শিক্ষা) - ২০ মে ২০২৩
ভর্তি পরীক্ষার ফলাফল
প্রতি ইউনিটের ফলাফল সমন্বিত গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) এ প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি প্রশ্নের ভুল উওরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধুমাএ GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যোগ্যতা থাকা সাপেক্ষে পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।
0 Comments